ময়মনসিংহ ১০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

শেরপুরে একদিনে ৩ মরদেহ উদ্ধার

ছবি: প্রতিদিনের ময়মনসিংহ

ময়মনসিংহ: শেরপুরে একই দিনে পৃথক ঘটনায় তিনটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একটির কাটা দুই পা পাওয়া গেলেও খোঁজ মেলেনি দেহের বাকি অংশের। রোববার (৩১ মার্চ) পৃথক সময়ে মরদেহগুলো উদ্ধার করা হয়।

ভোরের দিকে সদরের চরপক্ষীমারী ইউনিয়নের চুনিয়ারচর এলাকা থেকে আব্দুল হালিম জীবন (৪৮) নামের এক যুক্তরাষ্ট্র প্রবাসীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে সদরের লছমনপুর এলাকার শেরপুর-জামালপুর সড়কের পাশের ভুট্টাক্ষেত থেকে দুটি কাটা পা উদ্ধার করা হয়।

একই দিনে নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘণ্টা পর ভোগাই নদী থেকে বসির আলী (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

পুলিশ জানায়, ভোরের দিকে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের চুনিয়ারচর এলাকা থেকে প্রবাসী আব্দুল হালিমের মরদেহ উদ্ধার করা হয়। তিনি শেরপুর শহরের মধ্য নওহাটা এলাকার সাইদুর রহমান সুরুজ মাস্টারের ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাবেক এক ইউপি চেয়ারম্যানসহ চারজনকে আটক করা হয়েছে।

আটকরা হলেন চরপক্ষীমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ, মুকুল হোসেন, রাশেদুল ইসলাম ডিয়ার ও ফরহাদ হোসেন।

আব্দুল হালিম ১৫-১৬ বছর আগে ডিভি লটারিতে নাগরিকত্ব পেয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। পরে বিয়ে করে স্ত্রীকেও সেখানে নিয়ে যান। বছরদুয়েক আগে তিনি শেরপুরে এসে আর যুক্তরাষ্ট্রে ফেরত যাননি। সম্প্রতি তিনি শেরপুর শহরের চাপাতলী এলাকায় আতিয়া আক্তার নামের এক নারীকে দ্বিতীয় বিয়ে করেন।

আতিয়া আক্তার জানান, শনিবার (৩০ মার্চ) দুপুর ২টার দিকে চরপক্ষীমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রউফসহ কয়েকজন জীবনকে ডেকে নিয়ে যান। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। ভোরের দিকে চুনিয়ারচর এলাকা থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধারের খবর পান।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি ও তদন্ত চলছে।

এদিকে দুপুরে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের নামাশেরিরচর এলাকায় শেরপুর-জামালপুর সড়কের পাশের ভুট্টাক্ষেত থেকে মানুষের অর্ধগলিত দুটি কাটা পা উদ্ধার করেছে পুলিশ। পা দুটি হাঁটুর নিচ থেকে কাটা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দেহের বাকি অংশের খোঁজ এখনো পাওয়া যায়নি। পা দুটি পুরুষ নাকি নারীর সেটিও শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশের ধারণা, কয়েকদিন আগে কাটা পা দুটি বস্তায় ভরে রাস্তার পাশে ফেলে রাখা হতে পারে।

অন্যদিকে, শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘণ্টা পর ভোগাই নদী থেকে বসির আলী নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে শনিবার রাত ৯টার দিকে নদী পার হতে গিয়ে নিখোঁজ হন বসির আলী। বসির উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের কালাকুমা গুচ্ছ গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ৯টার দিকে মদপানে কিছুটা মাতাল অবস্থায় নাকুগাঁও স্থলবন্দর এলাকার ব্রিজের উত্তর পাশ দিয়ে ভোগাই নদী পার হয়ে বাড়িতে ফিরছিলেন বসির আলী। নদীতে নামলে অপরিকল্পিতভাবে উত্তোলিত বালুর প্রায় ১৫-২০ ফুট গর্তের পানিতে ডুবে যান তিনি। এসময় আশপাশের লোকজন টের পেয়ে তাকে উদ্ধারের জন্য রাতব্যাপী নদীতে খোঁজাখুঁজি করেন।

একপর্যায়ে সন্ধান না পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ও ফায়ার সার্ভিস অফিসে বিষয়টি জানানো হয়। রোববার সকাল ৯টার দিকে ডুবুরিরা ঘটনাস্থল ভোগাই নদী থেকে বসিরকে উদ্ধার করতে সক্ষম হন।

বিষয়:

শেরপুরে একদিনে ৩ মরদেহ উদ্ধার

প্রকাশের সময়: ০৬:০৮:০০ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪

ময়মনসিংহ: শেরপুরে একই দিনে পৃথক ঘটনায় তিনটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একটির কাটা দুই পা পাওয়া গেলেও খোঁজ মেলেনি দেহের বাকি অংশের। রোববার (৩১ মার্চ) পৃথক সময়ে মরদেহগুলো উদ্ধার করা হয়।

ভোরের দিকে সদরের চরপক্ষীমারী ইউনিয়নের চুনিয়ারচর এলাকা থেকে আব্দুল হালিম জীবন (৪৮) নামের এক যুক্তরাষ্ট্র প্রবাসীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে সদরের লছমনপুর এলাকার শেরপুর-জামালপুর সড়কের পাশের ভুট্টাক্ষেত থেকে দুটি কাটা পা উদ্ধার করা হয়।

একই দিনে নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘণ্টা পর ভোগাই নদী থেকে বসির আলী (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

পুলিশ জানায়, ভোরের দিকে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের চুনিয়ারচর এলাকা থেকে প্রবাসী আব্দুল হালিমের মরদেহ উদ্ধার করা হয়। তিনি শেরপুর শহরের মধ্য নওহাটা এলাকার সাইদুর রহমান সুরুজ মাস্টারের ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাবেক এক ইউপি চেয়ারম্যানসহ চারজনকে আটক করা হয়েছে।

আটকরা হলেন চরপক্ষীমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ, মুকুল হোসেন, রাশেদুল ইসলাম ডিয়ার ও ফরহাদ হোসেন।

আব্দুল হালিম ১৫-১৬ বছর আগে ডিভি লটারিতে নাগরিকত্ব পেয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। পরে বিয়ে করে স্ত্রীকেও সেখানে নিয়ে যান। বছরদুয়েক আগে তিনি শেরপুরে এসে আর যুক্তরাষ্ট্রে ফেরত যাননি। সম্প্রতি তিনি শেরপুর শহরের চাপাতলী এলাকায় আতিয়া আক্তার নামের এক নারীকে দ্বিতীয় বিয়ে করেন।

আতিয়া আক্তার জানান, শনিবার (৩০ মার্চ) দুপুর ২টার দিকে চরপক্ষীমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রউফসহ কয়েকজন জীবনকে ডেকে নিয়ে যান। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। ভোরের দিকে চুনিয়ারচর এলাকা থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধারের খবর পান।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি ও তদন্ত চলছে।

এদিকে দুপুরে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের নামাশেরিরচর এলাকায় শেরপুর-জামালপুর সড়কের পাশের ভুট্টাক্ষেত থেকে মানুষের অর্ধগলিত দুটি কাটা পা উদ্ধার করেছে পুলিশ। পা দুটি হাঁটুর নিচ থেকে কাটা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দেহের বাকি অংশের খোঁজ এখনো পাওয়া যায়নি। পা দুটি পুরুষ নাকি নারীর সেটিও শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশের ধারণা, কয়েকদিন আগে কাটা পা দুটি বস্তায় ভরে রাস্তার পাশে ফেলে রাখা হতে পারে।

অন্যদিকে, শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘণ্টা পর ভোগাই নদী থেকে বসির আলী নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে শনিবার রাত ৯টার দিকে নদী পার হতে গিয়ে নিখোঁজ হন বসির আলী। বসির উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের কালাকুমা গুচ্ছ গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ৯টার দিকে মদপানে কিছুটা মাতাল অবস্থায় নাকুগাঁও স্থলবন্দর এলাকার ব্রিজের উত্তর পাশ দিয়ে ভোগাই নদী পার হয়ে বাড়িতে ফিরছিলেন বসির আলী। নদীতে নামলে অপরিকল্পিতভাবে উত্তোলিত বালুর প্রায় ১৫-২০ ফুট গর্তের পানিতে ডুবে যান তিনি। এসময় আশপাশের লোকজন টের পেয়ে তাকে উদ্ধারের জন্য রাতব্যাপী নদীতে খোঁজাখুঁজি করেন।

একপর্যায়ে সন্ধান না পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ও ফায়ার সার্ভিস অফিসে বিষয়টি জানানো হয়। রোববার সকাল ৯টার দিকে ডুবুরিরা ঘটনাস্থল ভোগাই নদী থেকে বসিরকে উদ্ধার করতে সক্ষম হন।