ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে মাসব্যাপী বিশেষ উদ্যোগ নিয়েছে স্বপ্নবিলাস উন্মুক্ত পাঠাগার। এতে মুক্তিযুদ্ধের বইয়ের সেরা পাঠ প্রতিক্রিয়া জানানো তরুণদের পুরস্কৃত করা হয়।
মঙ্গলবার (২৬ মার্চ, ২০২৪ খ্রি.) মোক্ষপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পাঠাগারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত আসফি, সাইম মন্ডল এবং উপদেষ্টা মোক্ষপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আমিরুল ইসলাম প্রমুখ।
এ সময় পাঠাগারের প্রতিনিধিরা জানান, মুক্তিযুদ্ধের ইতিহাসগ্রন্থ পাঠ প্রতিক্রিয়া প্রতিযোগিতায় মোক্ষপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেছিল। এ পর্যন্ত প্রায় ১০০ জন পাঠককে বইটি সরাসরি পড়িয়েছি আমরা। স্বাধীনতা দিবস উপলক্ষে আজ ছিল পুরস্কার বিতরনী। সোস্যাল মিডিয়ায় আমরা দেখি স্বাধীনতা দিবস, বিজয় দিবস কবে বলতে পারে না। ভূল উত্তর দেয়। তাই আমরা ‘স্বপ্নবিলাস উন্মুক্ত পাঠাগার, ময়মনসিংহ’ চেয়েছি নতুন প্রজন্ম যেন মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে নির্ভূলভাবে জানতে পারে। আমরা বিশ্বাস করি, দেশের ইতিহাস জানলে নতুন প্রজন্ম তার দেশকে ভালোবাসবে। বিভিন্ন বিষয়ের উপর বই পড়ানোর এই উদ্যোগ চলমান থাকবে।
উল্লেখ্য, “পাঠে জ্ঞান পাঠে মুক্তি, বই পড়াই সৎ যুক্তি” -এই স্লোগানকে সামনে রেখে বই পড়া কর্মসূচী “সুবোধ” এর আওতায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শতাধিক তরুণ পাঠককে অনুপ্রেরণামূলক বিশেষ পুরস্কার প্রদান করেছে পাঠাগারটি।
সুবোধ পাঠক তৈরির প্রথম পদক্ষেপ হিসেবে মুহম্মদ জাফর ইকবালের “মুক্তিযুদ্ধের ইতিহাস” নামক ২৩ পৃষ্ঠার তথ্যবহুল বইটি নির্বাচন করা হয়েছে। সুবোধ কর্মসূচীর আওতায় যা ইতোমধ্যে উপজেলার তিনটি স্কুলের প্রায় ১০০ জন পাঠককে পড়ানো হয়েছে।