ময়মনসিংহ: জেলার পরিবেশ শান্ত রাখতে যেই সন্ত্রাসী কাজ করবে কাউকে ছাড় না দিতে পুলিশ সুপারের প্রতি আহ্বান জানিয়েছেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছানুয়ার হোসেন ছানু।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেলে পুলিশ সুপারের সভাকক্ষে এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি।
শেরপুর-১ সদর ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নবনির্বাচিত দুই সংসদ সদস্য শেরপুরের পুলিশ সুপারের সাথে মতবিনিময় করেন। এসময় পুলিশ সুপার মোনালিসা বেগম দুই এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান।
পুলিশ সুপার মোনালিসা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় ছানুয়ার হোসেন ছানু পুলিশ সুপারকে উদ্দেশ্য করে বলেন, জেলার পরিবেশ শান্ত রাখতে যেই সন্ত্রাসী কাজ করবে কাউকে ছাড় দেবেন না।
তিনি বলেন, ‘নির্বাচনের পরে নেতাকর্মীদের স্পষ্ট বলে দিয়েছি যারা আমাদের প্রতিপক্ষ ছিল তাদের ভাই হিসেবে বুকে টেনে নিতে হবে। কোনো তদবির করব না। মাস্তানির দিন শেষ। মানুষ ভালো কিছুর আশায় পরিবর্তন চেয়ে আগের এমপিকে ভোট না দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। যদি পরিবর্তন করতে না পারি তাহলে এ পদে থেকে কী হবে?’
শেরপুর-৩ আসনের এমপি এডিএম শহিদুল ইসলাম বলেন, ‘প্রশাসনের নিরপেক্ষতার কারণে শেরপুর জেলায় সুন্দর নির্বাচন সম্ভব হয়েছে। তিনি নির্বাচন পরবর্তী শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য পুলিশের আন্তরিক ভূমিকার প্রশংসা করেন।’
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোনালিসা বেগম বলেন, ‘নব-নির্বাচিত এমপি মহোদয়গণ সহযোগিতা না করলে নির্বাচন পরবর্তী পরিস্থিতি শান্ত রাখা কঠিন হতো। তিনি পরবর্তী সময়েও আন্তরিক সহযোগিতা কামনা করেন।’
সভায় শেরপুরের পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মো. খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আরাফাত ইসলাম, ৫ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশের গোয়েন্দা বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।