ময়মনসিংহ: নালিতাবাড়ী পৌর শহরের উত্তর বাজার শহিদ মিনার থেকে ভোগাই ব্রিজ, আড়াইআনি বাজার পর্যন্ত বিভিন্ন স্পটে প্রতি শনিবার ও মঙ্গলবার তীব্র যানজট লেগে থাকে।
এ কারণে নদীর দুই পাড়ের শহরের যাতায়াত ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। যানজটের কারণে বাড়ছে জনদুর্ভোগ।
এর ফলে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও অফিসগামী মানুষ নির্দিষ্ট সময়ে গন্তব্য পৌঁছাতে পারে না। যানজট এড়াতে বিকল্প সেতু নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সরেজমিনে দেখা যায়, তারগঞ্জ উত্তর বাজার থেকে আড়াইআনি বজারের ধানের হাট পর্যন্ত রাস্তার দুপাশে অবৈধ দোকানপাট, ট্রাফিক স্বল্পতা, ব্যাটারিচালিত অটোরিকশা, ট্রলিসহ অন্যান্য যানবাহন চলাচলে নিয়মনীতির তোয়াক্কা না করাই যানজট সৃষ্টির মূল কারণ। দীর্ঘদিন থেকে এ ভয়াবহ যানজট থাকলেও নিরসনের কোনো উদ্যোগ নেই।