ময়মনসিংহ ০১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ

জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানা। ছবি: প্রতিদিনের ময়মনসিংহ

ময়মনসিংহ: জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানার উৎপাদন আবার বন্ধ হয়েছে। গ্যাস-সংকটের কারণে সোমবার (১৫ জানুয়ারি) বিকেল ৩ টা থেকে কারখানা বন্ধ রাখা হয় বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। 

কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, দেশের একমাত্র দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা। নির্ধারিত চাপে গ্যাস সরবরাহ না পাওয়ায় গত বছরের ৫ সেপ্টেম্বর সার উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। টানা ৭২ দিন উৎপাদন বন্ধ থাকার পর সংকট কাটিয়ে একই বছরের ১ নভেম্বর গ্যাস দেয় সরবরাহ দেয় তিতাস কর্তৃপক্ষ। পরদিন ২ নভেম্বর উৎপাদনে ফেরে যমুনা। 

এরপর আবারও ৭৫ দিন পর সোমবার সকাল থেকেই গ্যাস-সংকট দেখা দেয়। দুপুরে গ্যাসের চাপ একেবারে নেমে যায়। ফলে বিকেল ৩টায় ফের উৎপাদন বন্ধ করে দিয়েছেন কারখানা কর্তৃপক্ষ। 

শুরুতে ১৭০০ মেট্রিক টন উৎপাদনের সক্ষমতা নিয়ে শুরু করলেও কারখানাটি এই গ্যাস-সংকটের কারণে বর্তমানে ১৩৫০ মেট্রিক টন উৎপাদন করতে পারে। 
 
এ বিষয়ে যমুনা সারকারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, ‘গ্যাসের চাপ কমে যাওয়ায় বেলা ৩টায় সার উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে আবারও উৎপাদনে যাব।’

এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ

প্রকাশের সময়: ০৪:৫৫:০০ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪

ময়মনসিংহ: জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানার উৎপাদন আবার বন্ধ হয়েছে। গ্যাস-সংকটের কারণে সোমবার (১৫ জানুয়ারি) বিকেল ৩ টা থেকে কারখানা বন্ধ রাখা হয় বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। 

কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, দেশের একমাত্র দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা। নির্ধারিত চাপে গ্যাস সরবরাহ না পাওয়ায় গত বছরের ৫ সেপ্টেম্বর সার উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। টানা ৭২ দিন উৎপাদন বন্ধ থাকার পর সংকট কাটিয়ে একই বছরের ১ নভেম্বর গ্যাস দেয় সরবরাহ দেয় তিতাস কর্তৃপক্ষ। পরদিন ২ নভেম্বর উৎপাদনে ফেরে যমুনা। 

এরপর আবারও ৭৫ দিন পর সোমবার সকাল থেকেই গ্যাস-সংকট দেখা দেয়। দুপুরে গ্যাসের চাপ একেবারে নেমে যায়। ফলে বিকেল ৩টায় ফের উৎপাদন বন্ধ করে দিয়েছেন কারখানা কর্তৃপক্ষ। 

শুরুতে ১৭০০ মেট্রিক টন উৎপাদনের সক্ষমতা নিয়ে শুরু করলেও কারখানাটি এই গ্যাস-সংকটের কারণে বর্তমানে ১৩৫০ মেট্রিক টন উৎপাদন করতে পারে। 
 
এ বিষয়ে যমুনা সারকারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, ‘গ্যাসের চাপ কমে যাওয়ায় বেলা ৩টায় সার উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে আবারও উৎপাদনে যাব।’

এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।