জাপানের সাথে চলমান দ্বিপাক্ষিক কূটনৈতিক, অর্থনৈতিক ও প্রযুক্তিগত সম্পর্ক এগিয়ে নিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ০১ আগস্ট, বৃহস্পতিবার, জাপানের একটি সংসদীয় এবং ব্যবসায়িক প্রতিনিধি দলের সাথে আলাপচারিতায় এই কথা বলেন তিনি। জাপানের এই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দেশটির হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার ফুকুশিরো নুকাগা।
পরবর্তীতে ভারতের পররাষ্ট্র দপ্তর জানায়, প্রধানমন্ত্রী মোদীর সাথে জাপানের প্রতিনিধি দলের আলোচনার মূখ্য বিষয় ছিলো দু দেশের মধ্যকার চলমান দ্বিপাক্ষিক কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ককে আরও জোরদার করা এবং উভয় রাষ্ট্রের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নেয়া।
বৈঠক শেষে এক টুইটবার্তায় প্রধানমন্ত্রী মোদী বলেন, জাপানের স্পীকার ফুকুশিরো নুকাগার সান্নিধ্যে পেয়ে ভালো লাগছে। অনেক কথা বলেছি আমরা। ভারতের গৃহীত বাণিজ্য অনুকূল নীতির কথা জাপানের বন্ধুদের নিকট তুলে ধরেছি।
প্রসঙ্গত, ভারতের আর্থিক ও প্রযুক্তি খাতে দীর্ঘদিনের মিত্র জাপান। উভয় দেশের আমজনতার মধ্যকার সম্পর্ক শতাব্দী প্রাচীন। এমনকি চলতি সপ্তাহেই জাপান সফর করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এছাড়া, আর্থিকভাবে ভারতের প্রায় সকল বড় মেগাপ্রকল্পে জাপানের বিনিয়োগ রয়েছে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক