আসিয়ান-ভারত, পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলন (ইএএস) এবং আসিয়ান আঞ্চলিক ফোরাম (ইএএস) ফর্ম্যাটে আসিয়ান কাঠামোর অধীনে বিদেশ মন্ত্রীদের বৈঠকে অংশ নিতে লাওস যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আগামী ২৫ হতে ২৭ জুলাই অবধি তিনদিন ব্যাপী দেশটিতে অবস্থান করবেন তিনি।
মঙ্গলবার (২৩ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লাওসের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সালেউমক্সে কোমাসিথের আমন্ত্রণে এই সফরে যাচ্ছেন জয়শঙ্কর। উল্লেখ্য, ভারতের অ্যাক্ট ইস্ট পলিসির দশ বছর পূর্তিতে আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কোন্নয়নের বার্তা নিয়ে লাওস যাচ্ছেন জয়শঙ্কর। এর আগে ২০১৪ সালে পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে অ্যাক্ট ইস্ট পলিসির ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী মোদী।
জানা গিয়েছে, লাওসের শহর ভিয়েনতিয়েনে থাকাকালীন আসিয়ান-সংশ্লিষ্ট অন্য দেশের নেতাদের সাথেও বৈঠকে বসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। প্রসঙ্গত, প্রায় ৫ বছর যাবত কৌশলগত সম্পর্কে উন্নীত হয়েছে ভারত ও আসিয়ানের সম্পর্ক।
এর আগে গত বছর ০৭ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলনে অন্যান্য নেতাদের সাথে যোগ দিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, আসিয়ানের সাথে যুক্ত হওয়া ভারতের অ্যাক্ট ইস্ট পলিসির অংশ।
প্রসঙ্গত, দক্ষিণ-পূর্ব এশিয়ার দশটি রাষ্ট্র নিয়ে গঠিত একটি রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা, যা ১৯৬৭ সালের ৮ আগস্ট ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর ও থাইল্যান্ড দ্বারা প্রতিষ্ঠিত হয়। পরে ব্রুনেই, কম্বোডিয়া, লাওস, মিয়ানমার এবং ভিয়েতনাম এর সদস্যপদ লাভ করে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক