ময়মনসিংহ: প্রথম ভারতীয় রাষ্ট্রপ্রধান হিসেবে ফিজি, নিউজিল্যান্ড এবং পূর্ব তিমুর যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আগামী ৫ হতে ১০ আগস্ট অবধি দেশ তিনটিতে রাষ্ট্রীয় সফর করবেন তিনি। ২৯ জুলাই, সোমবার, এক প্রেস বার্তায় তথ্যটি নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র দপ্তর।
জানা গিয়েছে, ৫ এবং ৬ আগস্ট দুদিন ওশেনিয়া মহাদেশের অন্তর্গত ফিজিতে অবস্থান করবেন ভারতীয় রাষ্ট্রপতি। দেশটির রাষ্ট্রপতি রাতু উইলিয়াম মাইভালিলি কাটোনিভারের আমন্ত্রণে সেখানে যাচ্ছেন তিনি। সেখানে দেশটির রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিশিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তাঁর। ফিজির পার্লামেন্টেও ভাষণ দেবেন মুর্মু।
পরবর্তীতে ৭ হতে ৯ আগস্ট অবধি নিউজিল্যান্ড সফরে যাবেন দ্রৌপদী মুর্মু। দেশটির গভর্নর জেনারেল কিরো এবং প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সনের সাথে বৈঠকের কথা রয়েছে তাঁর। এছাড়া, দেশটিতে অবস্থানকালে সেখানে বসবাসরত ভারতীয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণ দেয়ার কথা রয়েছে তাঁর।
পরবর্তীতে পূর্ব তিমুরের রাষ্ট্রপতি হোসে রামোস-হোর্তার আমন্ত্রণে ১০ আগস্ট দেশটিতে যাবেন মুর্মু। সফরকালে দেশটির রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কে রালা জানানা গুসমাও এবং অন্যান্য বিশিষ্ট নাগরিকদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।
কূটনৈতিক মহলে এই তিনটি দেশের সফরই অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। কেননা এতে আদতে ভারতের অ্যাক্ট ইস্ট নীতির প্রতিফলন ঘটতে যাচ্ছে বলে মত বিশিষ্টজনদের। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক