দেশের ৭৮ তম স্বাধীনতা দিবসে লালকেল্লায় নারীশক্তির জয়গান। নারী ক্ষমতায়নের বিশেষ বার্তা দিতে চলেছে তৃতীয় বার ক্ষমতায় আসা মোদি সরকার। মহিলা ক্ষমতায়নের উপর বিশেষ জোর আরোপ করে গোটা দেশ থেকে ১৫০ জন মহিলা পঞ্চায়েত প্রধানকে লালকেল্লায় সম্মানিত করবে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি সম্মান জানানো হবে ২৭৪ জন মহিলা পঞ্চায়েত মহিলা প্রতিনিধিকে। নারী ক্ষমতায়নের অগ্রাধিকার দিতেই মূলত এই পরিকল্পনা কেন্দ্রের।
এর আগেও একাধিকবার মোদি সরকার নারী সুরক্ষা, নারী অগ্রাধিকার কর্মসূচির উপর জোর দিয়েছে। পুরুষদের সঙ্গে একই সারিতে নারীদেরও এগিয়ে রাখতে একাধিক জাতীয় কর্মসূচির পাশাপাশি বহু সামাজিক প্রকল্প আনা হয়েছে। রাজনৈতিক ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ বাড়াতে আনা হয়েছে নয়া আইনও। নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত মহিলাদের প্রচারের মুখ হিসেবে তুলে ধরেছে কেন্দ্র।
উল্লেখ্য, লোকসভা নির্বাচনে সাফল্যের জন্য যাদের কাছে বিশেষ ভাবে পৌঁছনোর চেষ্টা করছেন, তার মধ্যে নারীশক্তি রয়েছে তালিকার উপরের দিকে। নরেন্দ্র মোদি যত সভা করেছেন সেখানে নারীদের সশক্তিকরণ, আর্থিক দিক থেকে নারীদের স্বনির্ভর করে তোলার একাধিক কথা বলেছেন। এবার আরও এক ধাপ এগিয়ে তাঁদের বিশেষ সম্মান জানানো হবে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে। ১৫ অনুষ্ঠান স্বাধীনতা দিবসের অনুষ্টানে লালকেল্লায় জায়গা করে নেবেন প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা মহিলা প্রতিনিধিরা।
ইতিমধ্যেই ১৫০ জন পঞ্চায়েত প্রধানদের আমন্ত্রণ জানাতে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে চিঠি পাঠিয়েছে কেন্দ্রের পঞ্চায়েত মন্ত্রক। পঞ্চায়েত প্রধানদের নাম বাছাইয়ের ক্ষেত্রে বেশ কয়েকটি মানদণ্ডও নির্ধারণ করে দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। চিঠিতে বলা হয়েছে, এমন মহিলাদের নামের তালিকা পাঠাতে হবে যাঁরা কেন্দ্র বা রাজ্যে পুরস্কৃত। অথবা নারী ও শিশু উন্নয়ন শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন, কিংবা সক্রিয় ভাবে কাজ করছেন এমন মহিলা প্রধানদের নাম বাছাই করতে হবে। জায়গা পেতে পারেন স্বাধীনতা সংগ্রামী পরিবারের সদস্যরাও।
ইতিমধ্যে কেন্দ্রের মানদণ্ড অনুযায়ী রাজ্যগুলির তরফে মহিলাদের নামের তালিকা পাঠানো হয়েছে কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রকে। ওই তালিকা দেখেই মহিলাদের নামের চূড়ান্ত তালিকা প্রস্তুত করেছে কেন্দ্র। মহিলা প্রতিনিধিদের স্বামীসহ আমন্ত্রণ জানানো হয়েছে। মহিলা প্রতিনিধিদের জন্য ১৪ অগস্ট সকাল ১০টা থেকে দিল্লির ভীমরাও আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টারে ‘পঞ্চায়েত রাজে নারী নেতৃত্ব’ শীর্ষক একটি জাতীয় কর্মশালার আয়োজন করা হবে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক