ত্রিদেশীয় সফরের শেষ পর্যায়ে শনিবার তিমুর লেস্তের রাজধানী শহর দিলিতে পৌঁছলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই প্রথম ভারতের কোনও রাষ্ট্রপতি তিমুর লেস্তে গেলেন, বিমানবন্দরে রাষ্ট্রপতি মুর্মুকে উষ্ণ অভিবাদন জানানো হয়।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে তিমুর লেস্তের সর্বোচ্চ নাগরিক সম্মান “গ্র্যান্ড কলার অফ অর্ডারে” আজ সম্মানিত করা হয়েছে। তিমুর লেস্তের রাষ্ট্রপতি জোশে রামস হোর্তা আজ দিলি’র রাষ্ট্রপতি ভবনে তাঁকে এই সম্মান প্রদান করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পরে সেদেশের রাষ্ট্রপতি হোর্তা এবং প্রধানমন্ত্রী গুসমাও এর সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করেন।
আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনার পর, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জানান, ভারত ও তিমুর লেস্তের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের। আন্তর্জাতিক সৌরজোট এবং দুর্যোগ মোকাবিলা পরিকাঠামো জোটে তিমুর লেস্তের যোগদানের সম্ভাবনা নিয়ে দু-দেশই উদ্যোগ নিয়েছে।
এছাড়াও, তিমুর লেস্তে আরও একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করবেন রাষ্ট্রপতি মুর্মু। সেখানে তিনি ভারতীয়দের সঙ্গেও মিলিত হবেন। এর আগে ত্রিদেশীয় সফরের শুরুতে ফিজি-তে রাষ্ট্রপতি, এরপর তিনি যান নিউজিল্যান্ডে। শেষ পর্যায়ে পৌঁছলেন তিমুর লেস্তে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক
ভারপ্রাপ্ত সম্পাদক: সাইফুল আলম তুহিন
ইমেইল: news@pratidinermymensingh.com
©সর্বস্বত্ব ২০১৬-২০২৪ | প্রতিদিনের ময়মনসিংহ