চতুর্দেশীয় গোষ্ঠীভুক্ত অস্ট্রেলিয়া, ভারত, জাপান ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক প্রায় এক বছর থমকে থাকার পর জুলাই মাসের শেষ দিকে টোকিওতে আবার শুরু হতে যাচ্ছে। এতে অংশ নিতে জাপানের রাজধানী শহরে যাবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
ভারতের পররাষ্ট্র দপ্তর সূত্রে জানা গিয়েছে, ২৮ থেকে ৩০ জুলাই অবধি জাপানে অবস্থান করবেন জয়শঙ্কর। জাপানের পররাষ্ট্রমন্ত্রী ওকো কামিকাওয়ার আমন্ত্রণে দেশটিতে যাচ্ছেন তিনি। আগামী ২৯ জুলাই টোকিও শহরে কোয়াড পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে উপস্থিত থাকবেন তিনি।
কোয়াড শীর্ষ পর্যায়ের বৈঠক এই বছরের গোড়ায় হওয়ার কথা থাকলেও যুক্তরাষ্ট্র এই নিয়ে কোনো কথা বলছে না। স্বাভাবিক ভাবেই টোকিওর মঞ্চকে কাজে লাগাতে উৎসাহী সাউথ ব্লক। ওই বৈঠকের আগে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ভারত-আসিয়ান এবং পূর্ব এশিয়া সম্মেলনে যোগ দিতে লাওস যাবেন।
একটি নামী পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সংক্রান্ত নিজস্ব কৌশলকে সামনে নিয়ে আসার জন্য প্রস্তুতি শুরু করেছে ভারত। পূর্ব চীন সাগর এবং দক্ষিণ চীন সাগরে চীনের ক্রমবর্ধমান নৌসক্রিয়তার মোকাবিলা করা, উত্তর কোরিয়ার কাছ থেকে পরমাণু ক্ষেপণাস্ত্র হামলার উদ্বেগের মতো বিষয়গুলি নিয়ে নিজেদের অবস্থান সামনে রাখতে চায় দেশটি। কূটনৈতিক সূত্রে এ খবর জানা গিয়েছে। চীনের সঙ্গে ফিলিপিন্সের সামরিক উত্তেজনার বিষয়টিও আলোচনায় আসতে চলেছে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক