দ্বিপাক্ষিক সম্পর্কের নানাবিধ বিষয়াদি এগিয়ে নিতে ও পারস্পরিক সম্পর্কোন্নয়নের লক্ষ্যে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সনের সাথে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০ জুলাই ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেয়া এক বিবৃতিতে এই তথ্য দেয়া হয়েছে।
বার্তায় লেখা হয়েছে, “নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী মিঃ ক্রিস্টোফার লুক্সন-এর সঙ্গে আজ টেলিফোনে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ভারতের সাম্প্রতিক সাধারণ নির্বাচনে শ্রী নরেন্দ্র মোদী পুনর্নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন জানান মিঃ লুক্সন।
তিনি আরও বলেন, ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ এবং দু-দেশের সাধারণ মানুষের নিবিড় সম্পর্কের ভিত্তিতে দুটি দেশই সহযোগিতা সূত্রে আবদ্ধ। আগামী দিনগুলিতে এই দ্বিপাক্ষিক সহযোগিতার সম্পর্ককে আরও নতুন নতুন উচ্চতায় নিয়ে যেতে দুই বিশ্ব নেতাই তাঁদের প্রতিশ্রুতি ও অঙ্গীকারের কথা পুনরায় উল্লেখ করেন।
সাম্প্রতিক কালে দুটি দেশের মধ্যে উচ্চ পর্যায়ের যোগাযোগ ও আলোচনার মধ্য দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের পরিসর যে ভাবে প্রসারিত হয়েছে তার সূত্র ধরে এই সম্পর্ককে আরও গভীরে নিয়ে যাওয়ার সপক্ষে সহমত প্রকাশ করেন শ্রী মোদী ও মিঃ লুক্সন। তাঁরা বলেন যে বাণিজ্যিক তথা অর্থনৈতিক সহযোগিতা, পশুপালন, ওষুধ উৎপাদন, শিক্ষা এবং মহাকাশ সহ বিভিন্ন ক্ষেত্রে এই সহযোগিতার বাতাবরণকে আরও উন্নত করে তোলা সম্ভব।
নিউজিল্যান্ডে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতদের স্বার্থ রক্ষার জন্য মিঃ লুক্সন যেভাবে উদ্যোগ গ্রহণ করেছেন তার জন্য ভারতের প্রধানমন্ত্রী তাঁকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানান। অন্যদিকে, মিঃ লুক্সন এই মর্মে শ্রী মোদীকে আশ্বস্ত করেন যে নিউজিল্যান্ডে বসবাসকারী ভারতীয়দের সার্বিক কল্যাণ ও নিরাপত্তা সুনিশ্চিত করতে তিনি যথা সাধ্য প্রচেষ্টা চালিয়ে যাবেন।
ভবিষ্যতেও দুটি দেশের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে আলাপ-আলোচনা চালিয়ে যেতে দুই বিশ্ব নেতাই তাঁদের সম্মতি প্রকাশ করেন।” খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক
ভারপ্রাপ্ত সম্পাদক: সাইফুল আলম তুহিন
ইমেইল: news@pratidinermymensingh.com
©সর্বস্বত্ব ২০১৬-২০২৪ | প্রতিদিনের ময়মনসিংহ