মায়ানমারের স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতার অংশ হিসেবে দেশটিকে উন্নত মানের ক্যান্সার থেরাপির মেশিন উপহার দিয়েছে ভারত সরকার। ১৮ জুলাই দেশটির স্বাস্থ্যমন্ত্রী থেত খাইং উই এর কাছে মেশিনটি হস্তান্তর করেন সেখানে কর্মরত ভারতীয় রাষ্ট্রদূত অভয় ঠাকুর।
ভারতের পররাষ্ট্র দপ্তর সূত্রে জানা গিয়েছে, ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত উন্নত এই মেশিনটির নাম ভাবট্রন – ২। এছাড়া, মায়ানমারের মান্দালয়, মনিওয়া, সিটওয়ে এবং নেপিতাওতে হাসপাতালের স্বাস্থ্যসেবা কর্মীদের সহায়তা করেছে ভারত প্রশাসন।
অনুষ্ঠানে উপস্থিত ভারতের রাষ্ট্রদূত বলেন, “মায়ানমারের জনগণ বরাবরই আমাদের বন্ধু। আমরা দেশটির প্রতি প্রতিবেশী প্রথম নীতির পালন করি। আমরা চাই দেশটি সর্বদা উন্নতির মহাসোপানে এগিয়ে যাক। পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভাতৃত্ববোধই আমাদের সম্পর্কের মূল ভিত্তি। উন্নয়নই আমাদের সম্পর্কের শেষ লক্ষ্য।”
উল্লেখ্য, ভারতের সঙ্গে মিয়ানমারের রয়েছে ১ হাজার ৬০০ কিলোমিটারের সীমান্ত। ভারতের ‘সেভেন সিস্টার্স’ নামে পরিচিত সাত রাজ্যের মধ্যে এই সীমান্তজুড়ে চার রাজ্যের অবস্থান। এই চার রাজ্য হলো—মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশ। অপর দিকে সীমান্তবর্তী মিয়ানমারের রাজ্যগুলো হলো কাচিন স্টেট, সাগাইং রিজিয়ন ও চিন স্টেট। দীর্ঘ স্থলসীমান্তের পাশাপাশি ভারতের আন্দামান দ্বীপপুঞ্জজুড়ে রয়েছে দুই দেশের সমুদ্রসীমানা।
মিয়ানমারের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক কৌশলগত এবং দৃশ্যত ভালো। ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত ২ দেশের মধ্যে সরকারি পর্যায়ে অন্তত ১৩ টি সফর হয়েছে। এসব সফরে স্বাক্ষরিত হয়েছে অসংখ্য চুক্তি ও এমওইউ। নিরাপত্তা ও প্রতিরক্ষায় দুই দেশের সম্পর্কও গভীর। মিয়ানমারে বিভিন্ন স্থানে বৌদ্ধমন্দির নির্মাণসহ করোনাকালে ওষুধ ও অন্যান্য সরঞ্জাম দিয়ে সহায়তা করছে ভারত। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক