ময়মনসিংহ ০৩:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

সম্পর্কোন্নয়নে ভূটান যাচ্ছেন ভারতের পররাষ্ট্র সচিব

ভারতের নতুন পররাষ্ট্র সচিব হিসেবে গত ১৫ জুলাই দায়িত্ব গ্রহণ করেন সদ্য সাবেক ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বিক্রম মিসরি। চীনসহ বিদেশে কাজ করার অভিজ্ঞতার জন্যই তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছিলো। দায়িত্ব নিয়েই নিজের প্রথম বিদেশ সফরে ভূটান গেলেন অভিজ্ঞ এই কূটনীতিক।

ভারতের পররাষ্ট্র দপ্তর সূত্রে জানানো হয়েছে, আগামী ১৯ এবং ২০ জুলাই ভূটানের পররাষ্ট্র সচিব পেমা চোডেনের আমন্ত্রণে দেশটিতে যাচ্ছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি। সফরটি ভারতের প্রতিবেশী প্রথম নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে বিবৃতি দিয়েছে পররাষ্ট্র দপ্তর।

উল্লেখ্য, ভূটান সফরকালে দেশটির মহামান্য রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুকের সঙ্গে সাক্ষাৎ করবেন মিসরি। এছাড়াও, দেশটির প্রধানমন্ত্রী শেরিং টোবগে, পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী ডিএন ধুংগেল এবং অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন তিনি।

এছাড়াও উক্ত সফরে ভূটানের পররাষ্ট্র সচিবের সঙ্গে ‘প্ল্যান টকস’ নামক একটি প্ল্যাটফর্মে অংশগ্রহণ করবেন মিসরি, যা পারস্পরিক স্বার্থের বিকাশ ঘটানোর লক্ষ্যেই আয়োজিত হতে চলেছে বলে সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, ১৯৬৪ সালে কাশ্মীরের শ্রীনগরে জন্মগ্রহণ করেন মিসরি। তবে ছেলেবেলায় পড়াশোনা করেছিলেন গোয়ালিয়রে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত হিন্দু কলেজ থেকে ইতিহাসে স্নাতক পাস করেন। তারপর এমবিএ করেছিলেন তিনি। ইন্ডিয়ান ফরেন সার্ভিস অফিসার হওয়ার আগে তিন বছর বিজ্ঞাপন জগতে ছিলেন মিসরি।

তিনজন প্রধানমন্ত্রী ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন মিসরি- ইন্দ্রকুমার গুজরাল (১৯৯৭), মনমোহন সিং (২০১২ সাল থেকে ২০১৪ সাল) এবং নরেন্দ্র মোদী (২০১৪ সালের মে থেকে ২০১৪ সালের জুলাই)। একাধিক দেশে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন মিসরি।

২০১৪ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত স্পেনে রাষ্ট্রদূত ছিলেন তিনি। তারপর মায়ানমারে রাষ্ট্রদূত ছিলেন মিসরি। এছাড়াও বেলজিয়াম, পাকিস্তান, আমেরিকা, শ্রীলঙ্কা ও জার্মানির মতো দেশেও গুপুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। ২০১৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত চিনে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত ছিলেন মিসরি। যে সময় পূর্ব লাদাখ সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ভারত ও চিনের সংঘাত চরমে উঠেছিল।

২০২০ সালের জুনে গালওয়ানে সংঘর্ষের সময় তিনি চিনে ভারতের রাষ্ট্রদূত ছিলেন। সেই সময় নয়াদিল্লি ও বেজিংয়ের মধ্যে আলোচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। বিষয়টির সঙ্গে জড়িত এ কর্মকর্তা বলেন, চীনে কাজ করার সুবাদে সেই দেশকে ভালো চেনেন মিসরি। তাই অভিজ্ঞ একজনকেই পরারাষ্ট্র সচিব করা হয়েছে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক  

বিষয়:

সম্পর্কোন্নয়নে ভূটান যাচ্ছেন ভারতের পররাষ্ট্র সচিব

প্রকাশের সময়: ০২:৫৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪

ভারতের নতুন পররাষ্ট্র সচিব হিসেবে গত ১৫ জুলাই দায়িত্ব গ্রহণ করেন সদ্য সাবেক ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বিক্রম মিসরি। চীনসহ বিদেশে কাজ করার অভিজ্ঞতার জন্যই তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছিলো। দায়িত্ব নিয়েই নিজের প্রথম বিদেশ সফরে ভূটান গেলেন অভিজ্ঞ এই কূটনীতিক।

ভারতের পররাষ্ট্র দপ্তর সূত্রে জানানো হয়েছে, আগামী ১৯ এবং ২০ জুলাই ভূটানের পররাষ্ট্র সচিব পেমা চোডেনের আমন্ত্রণে দেশটিতে যাচ্ছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি। সফরটি ভারতের প্রতিবেশী প্রথম নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে বিবৃতি দিয়েছে পররাষ্ট্র দপ্তর।

উল্লেখ্য, ভূটান সফরকালে দেশটির মহামান্য রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুকের সঙ্গে সাক্ষাৎ করবেন মিসরি। এছাড়াও, দেশটির প্রধানমন্ত্রী শেরিং টোবগে, পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী ডিএন ধুংগেল এবং অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন তিনি।

এছাড়াও উক্ত সফরে ভূটানের পররাষ্ট্র সচিবের সঙ্গে ‘প্ল্যান টকস’ নামক একটি প্ল্যাটফর্মে অংশগ্রহণ করবেন মিসরি, যা পারস্পরিক স্বার্থের বিকাশ ঘটানোর লক্ষ্যেই আয়োজিত হতে চলেছে বলে সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, ১৯৬৪ সালে কাশ্মীরের শ্রীনগরে জন্মগ্রহণ করেন মিসরি। তবে ছেলেবেলায় পড়াশোনা করেছিলেন গোয়ালিয়রে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত হিন্দু কলেজ থেকে ইতিহাসে স্নাতক পাস করেন। তারপর এমবিএ করেছিলেন তিনি। ইন্ডিয়ান ফরেন সার্ভিস অফিসার হওয়ার আগে তিন বছর বিজ্ঞাপন জগতে ছিলেন মিসরি।

তিনজন প্রধানমন্ত্রী ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন মিসরি- ইন্দ্রকুমার গুজরাল (১৯৯৭), মনমোহন সিং (২০১২ সাল থেকে ২০১৪ সাল) এবং নরেন্দ্র মোদী (২০১৪ সালের মে থেকে ২০১৪ সালের জুলাই)। একাধিক দেশে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন মিসরি।

২০১৪ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত স্পেনে রাষ্ট্রদূত ছিলেন তিনি। তারপর মায়ানমারে রাষ্ট্রদূত ছিলেন মিসরি। এছাড়াও বেলজিয়াম, পাকিস্তান, আমেরিকা, শ্রীলঙ্কা ও জার্মানির মতো দেশেও গুপুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। ২০১৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত চিনে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত ছিলেন মিসরি। যে সময় পূর্ব লাদাখ সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ভারত ও চিনের সংঘাত চরমে উঠেছিল।

২০২০ সালের জুনে গালওয়ানে সংঘর্ষের সময় তিনি চিনে ভারতের রাষ্ট্রদূত ছিলেন। সেই সময় নয়াদিল্লি ও বেজিংয়ের মধ্যে আলোচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। বিষয়টির সঙ্গে জড়িত এ কর্মকর্তা বলেন, চীনে কাজ করার সুবাদে সেই দেশকে ভালো চেনেন মিসরি। তাই অভিজ্ঞ একজনকেই পরারাষ্ট্র সচিব করা হয়েছে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক