ময়মনসিংহ: স্থাপিত হলো ভারতের বাইরে প্রথম জন ঔষধি কেন্দ্র। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বুধবার এই জন-ঔষধি কেন্দ্রের উদ্বোধন করেন। ওই উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের বিদেশমন্ত্রীর সঙ্গে ছিলেন মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দকুমার জগন্নাথ।
ভারতের বিদেশমন্ত্রী পরে এক সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, মরিশাসের প্রধানমন্ত্রী জগন্নাথের সঙ্গে প্রথম বিদেশি জন ঔষধি কেন্দ্রের উদ্বোধন করতে পেরে তিনি আনন্দিত। এই জন ঔষধি কেন্দ্র তৈরি করতে এই বছরের শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে জানিয়েছে এস জয়শঙ্কর। তিনি বলেছেন, এই পদক্ষেপ ভারত-মরিশাস স্বাস্থ্য অংশীদারিত্ব বাড়াবেষ পাশাপাশি সুস্থতা ও সাশ্রয়ও বাড়াতে সাহায্য করবে। সেখানে মেড-ইন-ইন্ডিয়া ওষুধ সরবরাহ করা হবে বলে জানিয়েছেন তিনি।
এই মুহূর্তে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মরিশাসে সরকারি সফরে রয়েছেন। সেখানে তিনি ভারতের অনুদানে তৈরি হওয়া আধুনিক চিকিৎসা সুবিধা কেন্দ্রেরও উদ্বোধন করেছেন। গ্র্যান্ড বোয়েসে মিডি ক্লিনিকের উদ্বোধন করে জয়শঙ্কর বলেছেন, এটা ভারতের সঙ্গে বন্ধুত্বের নতুন অভিব্যক্তি। সেখানে হওয়া অনুষ্ঠানে বিদেশমন্ত্রী বলেছেন, এই স্বাস্থ্য কেন্দ্র এলাক প্রায় ষোলো হাজার মানুষের সেকেন্ডারি স্বাস্থ্য পরিষেবা দেবে। এই সহযোগিতায় অংশীদার হতে পারে ভারতবাসীর তরফে তিনি গর্ববোধ করছেন বলেও জানিয়েছেন এস জয়শঙ্কর।
এস জয়শঙ্কর বলেছেন, গর্ববোধ এই কারণেই করছেন, কোভিডের পরে স্বাস্থ্য অগ্রাধিকার পেয়েছে। সবাই স্বাস্থ্য সচেতন হয়েছে। তিনি বলেছেন, সবাই বিশ্বাস করে স্বাস্থ্য আমাদের অধিকার। সেক্ষেত্রে প্রতিটি সরকারের দায়িত্ব স্বাস্থ্য পরিষেবা প্রদান করা।
দুইদিনের মরিশাস সফরে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ভারত মহাসাগর অঞ্চলে ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করতে ওই দেশের নেতাদের সঙ্গে বিস্তৃত আলোচনা করেন। পাশাপাশি তিনি মরিশাসের অগ্রগতিতে ভারতের ধারাবাহিক সমর্থনের বিষয়টি পুনরায় নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৬ জুলাই এক বার্তায় ভারতের পররাষ্ট্র দপ্তর জানিয়েছিলো, বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর দু’দিনের সফরে মরিশাস পৌঁছেছেন। সফরের শুরুতে মঙ্গলবার মরিশাসের বিদেশমন্ত্রী মনীশ গোবিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন জয়শঙ্কর। এই সফরকালে সে দেশের প্রধানমন্ত্রী প্রভিন্দ জুগনৌথের সঙ্গে সাক্ষাৎ করবেন এস জয়শঙ্কর। অন্যান্য মন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের কর্মসূচী রয়েছে তাঁর। মরিশাসের অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দের সঙ্গেও কথা বলবেন তিনি।
তাঁরা আরও জানায়, এই সফর ভারতের প্রতিবেশী প্রথম নীতি, ভিশন সাগর এবং গ্লোবাল সাউথের প্রতি অঙ্গীকারকে অগ্রাধিকার দিয়ে দু’দেশের সম্পর্কের গুরুত্বকে তুলে ধরবে। বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ক এবং মানুষে মানুষে সংযোগকে আরও দৃঢ় করতে দুই দেশ প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্ত্রক জানিয়েছে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক
ভারপ্রাপ্ত সম্পাদক: সাইফুল আলম তুহিন
ইমেইল: news@pratidinermymensingh.com
©সর্বস্বত্ব ২০১৬-২০২৪ | প্রতিদিনের ময়মনসিংহ