ময়মনসিংহ: শেরপুরের নালিতাবাড়ীতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ভেজাল সার বিক্রি, অনুমোদিত ডিলার না হয়েও সার বিক্রি এবং দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৫ সার ও কীটনাশক ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
রবিবার (২১ জানুয়ারি) দুপুরে পৌরশহর ও উপজেলার কদমতলী বাজারে ওই ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা আফসানা।
সুত্র জানায়, নালিতাবাড়ীতে কৃষককে প্রতারনার উদ্দেশ্যে বেশি দামে নকল ও ভেজাল সার বিক্রি করে আসছিল কতিপয় অসাধু সার ব্যবসায়ীরা। এমন গোপন সংবাদে উপজেলার বিভিন্ন সার ও কীটনাশকের দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
এ সময় শহরের আড়াইআনী বাজারের মেসার্স শামীম এন্টারপ্রাইজকে বেশি দামে সার বিক্রয় করায় ৭ হাজার টাকা, মেসার্স আল-আমীন ট্রেডার্সকে ভেজাল ও নির্দেশ বহির্ভূত সার বিক্রয় করায় ৭ হাজার টাকা, একই প্রতিষ্ঠানের কদমতলী বাজারের দোকানে মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখায় ১৫ হাজার টাকা, মেসার্স মবিন ট্রেডার্সকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৫ হাজার টাকা এবং অনুমোদিত ডিলার না হয়েও সার বিক্রয় করার অপরাধে মেসার্স ইসলাম ট্রেডার্সকে ৩ হাজারসহ মোট ৩৭ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
এই ভ্রাম্যমান আদলত অভিযান পরিচালনা করেন নালিতাবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা আফসানা। এ সময় নালিতাবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।