ময়মনসিংহ: শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপির ১৪ জন নেতা-কর্মী আওয়ামী লীগের যোগদানের ঘোষণা দিয়েছেন।
শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেলে উপজেলার কাংশা ইউনিয়ন সর্বস্তরের জনগণের উদ্যোগে নাচনমহুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত স্থানীয় সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলামের এক সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির ১৪ জন নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেন।
যোগদানকৃতরা হলেন স্থানীয় ইউনিয়নের ইউপি সদস্য মো.শাহা আলী, ২ নং ওয়ার্ড বিএনপির সদস্য মো. সুরুজ্জামান, ওয়ার্ড যুব দলের সাধারণ সম্পাদক সোলায়মান, সদস্য মুনা সরকার, ১ নং ওয়ার্ড সদস্য মুক্তার আলী, আব্দুল জলিল, বজলুর রশিদ রাজু, ফিরুজ মিয়া, শহীদ মিয়া, শওকত আলী, সোহেল, লাল চান, খন্দকার মো.আরিফ এজাজ ও আল আমীন।যোগদানকালে সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম এমপি, ও বিশেষ অতিথি ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায় তাদের গলায় ফুলের মালা পড়িয়ে বরণ করে নেন।
সাবেক ব্যংক কর্মকর্তা মো. শাহজাহান তোতা এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালাউদ্দিন ছালেম, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: আবুল কাশেম, কাংশা ইউপি চেয়ারম্যান মো. আতাউর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো.জহুরুল হক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিরুজ্জামান লেবু, ঝিনাইগাতী সদর সাবেক ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, ঝিনাইগাতী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব খলিলুর রহমান, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মিলন, উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক মো. আমিরুল ইসলাম, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক মো. শীষ মনোয়ার, জাকিউল হাসান রনি প্রমুখ।
সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মো. শাহ আলম ও কাংশা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলী হোসেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: সাইফুল আলম তুহিন
ইমেইল: news@pratidinermymensingh.com
©সর্বস্বত্ব ২০১৬-২০২৪ | প্রতিদিনের ময়মনসিংহ