ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে পড়ে ট্রাকচাপায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তার নাম হেনা আক্তার (৪৫)।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ভরাডোবা এলাকায় বিএসবি মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
হেনা আক্তার গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামের দুলাল হোসেনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, হেনা আক্তার ভালুকা উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের বর্তা গ্রামে বোনের বাড়ি বেড়ানো শেষে স্বামীসহ পরিবারের অন্যান্য সদস্যদের সাথে বাড়ি ফিরছিলেন। পথে মহাসড়কে উপজেলার ভরাডোবা এলাকায় বিএসবি মিলের সামনে তিনি অটোরিকশা থেকে মহাসড়কের উপর পড়ে যান। এ সময় পেছন থেকে আসা ময়মনসিংহগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।
এ বিষয়ে ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমানকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোনটি রিসিভ না করায় তার বক্তব্য দেয়া সম্ভব হয়নি।
তবে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শাহ আলম তরফদার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।