[লেখাটি প্রথম প্রকাশিত হয়েছিল ৭ অক্টোবর, ২০১৬ তারিখে ময়মনসিংহ বিভাগভিত্তিক প্রথম ও একমাত্র অনলাইন নিউজপোর্টাল ‘ময়মনসিংহ ডিভিশন টুয়েন্টিফোর ডটকম’ -এ। প্রিয় পাঠক, আপনাদের সেই প্রিয় পোর্টালেরই বিবর্তিত প্ল্যাটফর্ম ‘প্রতিদিনের ময়মনসিংহ’ লেখাটি পুনঃপ্রকাশ করল]
ময়মনসিংহ: ১৯৭০ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে ময়মনসিংহ অঞ্চলে ঈশ্বরগঞ্জ ব্যতীত সকল আসনেই আওয়ামীলীগ নৌকা প্রতীকে বিজয়ী হয়। ঐতিহাসিক সেই নির্বাচনে ময়মনসিংহ অঞ্চলের নির্বাচিত প্রাদেশিক পরিষদ সদস্যদের (এমপিএ) নামের তালিকা পাঠকদের জন্য প্রকাশ করা হলো :
ময়মনসিংহ-১ (দেওয়ানগঞ্জ) আসনে অ্যাড. আশরাফ হোসেন, ময়মনসিংহ-২ (ইসলামপুর-মেলান্দহ থানার অংশ) আসনে রাশেদ মোশাররফ, ময়মনসিংহ-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে আব্দুল হাই বাচ্চু), ময়মনসিংহ-৪ (সরিষাবাড়ী) আসনে আব্দুল মালেক, ময়মনসিংহ-৫ (জামালপুর) আসনে অ্যাড. আখতারুজ্জামান, ময়মনসিংহ-৬ (শেরপুর ও শ্রীবর্দী) আসনে নিজামউদ্দিন আহমদ, ময়মনসিংহ-৭ (নকলা-নালিতাবাড়ী) আসনে ডা. নাদিরুজ্জামান খান, ময়মনসিংহ-৮ (শ্রীবর্দী-নালিতাবাড়ীর অংশ) আসনে অ্যাড. মোঃ আব্দুল হালিম, ময়মনসিংহ-৯ (হালুয়াঘাট-ফুলপুর থানার অংশ) আসনে মোঃ কুদরত উল্লাহ মন্ডল, ময়মনসিংহ-১০ (ফুলপুর থানার অংশ) আসনে শামছুল হক।
ময়মনসিংহ-১১ (ঈশ্বরগঞ্জ-কোতয়ালী থানার অংশ) আসনে হাতেম আলী মিয়া, ময়মনসিংহ-১২ (ঈশ্বরগঞ্জ-গৌরীপুর) আসনে আব্দুল মতিন ভূঁইয়া, ময়মনসিংহ-১৩ (নান্দাইল) আসনে এ.কে. মোশাররফ হোসাইন, ময়মনসিংহ-১৪ (কোতয়ালী) আসনে মো. ইমান আলী, ময়মনসিংহ-১৫ (মুক্তাগাছা) আসনে খন্দকার আব্দুল মালেক শহীদুল্লাহ, ময়মনসিংহ-১৬ (ফুলবাড়ীয়া) আসনে মোঃ মোসলেম উদ্দিন, ময়মনসিংহ-১৭ (ত্রিশাল-ফুলবাড়ীয়া থানার অংশ) আসনে আবুল মনসুুর আহমদ, ময়মনসিংহ-১৮ (ভালুকা ও গফরগাঁও থানার অংশ) আসনে মোস্তফা এম.এ. মতিন, ময়মনসিংহ-১৯ (গফরগাঁও থানার অংশ) আসনে মোঃ আবুল হাশেম।
ময়মনসিংহ-২০ (কলমাকান্দা-দূর্গাপুর) আসনে আবদুল মজিদ (তারা মিয়া), ময়মনসিংহ-২১ (পূর্বধলা-দূর্গাপুর) আসনে নাজমুল হুদা, ময়মনসিংহ-২২ (মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে ডা. আখলাকুল হোসাইন আহমেদ, ময়মনসিংহ-২৩ (নেত্রকোণা সদর-বারহাট্টা) আসনে আব্বাছ আলী খান, ময়মনসিংহ-২৪ (কেন্দুয়া) আসনে হাদিস উদ্দিন চৌধুরী, ময়মনসিংহ-২৫ (আটপাড়া-মদন) আসনে আবদুল খালেক।
ময়মনসিংহ-২৬ (হোসেনপুর-পাকুন্দিয়া থানার অংশ) আসনে এ.কে.এম. শামসুল হক গোলাপ মিয়া, ময়মনসিংহ-২৭ (কটিয়াদি) আসনে মোস্তাফিজুর রহমান, ময়মনসিংহ-২৮ (কিশোরগঞ্জ-করিমগঞ্জ) আসনে এম. এ. সাত্তার, ময়মনসিংহ-২৯ (তাড়াইল-করিমগঞ্জ থানার অংশ) আসনে এম. এ. কুদ্দুস, ময়মনসিংহ-৩০ (ইটনা-অষ্টগ্রাম) আসনে আবদুল কাদের, ময়মনসিংহ-৩১ (নিকলী-বাজিতপুর) আসনে মঞ্জুর আহমেদ, ময়মনসিংহ-৩২ (ভৈরব-কুলিয়ারচর) আসনে সৈয়দ বদরুজ্জামান।
তথ্যসূত্র: বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত “মুক্তিযুদ্ধের আঞ্চলিক ইতিহাস : ময়মনসিংহ” শীর্ষক গ্রন্থ