ময়মনসিংহ ০৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
গেয়েছেন দেশ-বিদেশের শিল্পীরা

কেন্দুয়ায় জমজমাট বাউল উৎসব

ছবি: প্রতিদিনের ময়মনসিংহ

ময়মনসিংহ: হারিয়ে যাওয়া গ্রামীণ সংস্কৃতির মূলধারা বাউল সংগীতকে ফিরিয়ে আনতে নেত্রকোণার কেন্দুয়ায় অনুষ্ঠিত হয়েছে বাউল উৎসব।

কেন্দুয়া উপজেলার দলপা গ্রামের ইটাউতা গ্রামে বিশিষ্ট বাউল সাধক ও মরমি কবি আবদুল মজিদ তালুকদারের ভিটায় উৎসব আয়োজন করে স্থানীয় বাউল সমিতি সংগঠন।

শনিবার রাত ১০টায় শুরু হওয়া গান চলে ভোররাত পর্যন্ত।  হাঁড় কাঁপানো শীত উপেক্ষা করে  শিশু থেকে বৃদ্ধ সব বয়সের মানুষ মুগ্ধ হয়ে গান শোনেন। স্থানীয় বাউল শিল্পীদের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের তিনজন শিল্পীও উৎসবে গান পরিবেশন করেন।

আয়োজক কমিটির আহ্বায়ক বাউল শিল্পী আবুল বাশার বলেন, ‘বাউলের মধ্যে মাটির গন্ধ রয়েছে। আর সেই মাটির গন্ধ পেয়েই আমরা বড় হয়েছি। এখনকার প্রজন্ম ভিন্নভাবে বেড়ে উঠছে। তাদের ফেরাতে হলে আমাদের সেই মাটির টানে ফিরতে হবে। বাউল সাধকদের গানগুলোকে আবারও নতুন করে তাদের চিনাতে হবে। তবেই সংস্কৃতির বাংলাদেশ তথা নেত্রকোণা জেলায় সঠিক সংস্কৃতির চর্চা হবে।’

তিনি আরও বলেন, ‘এ এলাকার আব্দুল মজিদ তালুকদার ছিলেন অল ইন্ডিয়া রেডিওর প্রথম শিল্পী। এমন ব্যক্তিদের স্মরণের মধ্য দিয়ে আমরা আবারও বাউল ধারাকে ফিরিয়ে আনতে চাই।’

প্রতি বছর অনুষ্ঠিত এ বাউল উৎসবে বিদেশি শিল্পীদের সম্মাননা দেয়া হয়।

গেয়েছেন দেশ-বিদেশের শিল্পীরা

কেন্দুয়ায় জমজমাট বাউল উৎসব

প্রকাশের সময়: ১২:৫০:০০ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪

ময়মনসিংহ: হারিয়ে যাওয়া গ্রামীণ সংস্কৃতির মূলধারা বাউল সংগীতকে ফিরিয়ে আনতে নেত্রকোণার কেন্দুয়ায় অনুষ্ঠিত হয়েছে বাউল উৎসব।

কেন্দুয়া উপজেলার দলপা গ্রামের ইটাউতা গ্রামে বিশিষ্ট বাউল সাধক ও মরমি কবি আবদুল মজিদ তালুকদারের ভিটায় উৎসব আয়োজন করে স্থানীয় বাউল সমিতি সংগঠন।

শনিবার রাত ১০টায় শুরু হওয়া গান চলে ভোররাত পর্যন্ত।  হাঁড় কাঁপানো শীত উপেক্ষা করে  শিশু থেকে বৃদ্ধ সব বয়সের মানুষ মুগ্ধ হয়ে গান শোনেন। স্থানীয় বাউল শিল্পীদের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের তিনজন শিল্পীও উৎসবে গান পরিবেশন করেন।

আয়োজক কমিটির আহ্বায়ক বাউল শিল্পী আবুল বাশার বলেন, ‘বাউলের মধ্যে মাটির গন্ধ রয়েছে। আর সেই মাটির গন্ধ পেয়েই আমরা বড় হয়েছি। এখনকার প্রজন্ম ভিন্নভাবে বেড়ে উঠছে। তাদের ফেরাতে হলে আমাদের সেই মাটির টানে ফিরতে হবে। বাউল সাধকদের গানগুলোকে আবারও নতুন করে তাদের চিনাতে হবে। তবেই সংস্কৃতির বাংলাদেশ তথা নেত্রকোণা জেলায় সঠিক সংস্কৃতির চর্চা হবে।’

তিনি আরও বলেন, ‘এ এলাকার আব্দুল মজিদ তালুকদার ছিলেন অল ইন্ডিয়া রেডিওর প্রথম শিল্পী। এমন ব্যক্তিদের স্মরণের মধ্য দিয়ে আমরা আবারও বাউল ধারাকে ফিরিয়ে আনতে চাই।’

প্রতি বছর অনুষ্ঠিত এ বাউল উৎসবে বিদেশি শিল্পীদের সম্মাননা দেয়া হয়।