ময়মনসিংহ: নান্দাইলে নৌকার মিছিলে প্রদর্শন করা অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ধুরুয়া গ্রাম থেকে দুটি অস্ত্র উদ্ধার করা হয়।
এসময় মিছিলে নেতৃত্বদানকারী ওয়াহিদুজ্জামান তানভীর (২৩) কে গ্রেফতার করেছে পুলিশ। অভিযান পরিচালনা করেন ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (গৌরিপুর সার্কেল) মো. সুমন মিয়া, জেলা গোয়েন্দা কর্মকর্তা ফারুক হোসেন ও নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ।
এদিকে উদ্ধার হওয়া দুটি আগ্নেয়াস্ত্র (পিস্তল) সদৃশ বস্তুু (লাইটার) বলে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে নান্দাইল মডেল থানায় সংবাদ সম্মেলন করে ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (গৌরিপুর সার্কেল) মো. সুমন মিয়া জানান।
তিনি আরও জানান, গত বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় চন্ডিপাশা ইউনিয়নের ধুরুয়া এলাকায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণায় নৌকার ৩০-৪০ জন সমর্থকের একটি মিছিল বের করেন ওয়াহিদুজ্জামান তানভীর। মিছিলে আগ্নেয়াস্ত্র (পিস্তল) অস্ত্র উঁচিয়ে স্লোগান দেন তানভীরের বিয়াই শাহ-আলম (৩০), তিনি ময়মনসিংহের দিঘারকান্দা গ্রামের নূর নবীর পুত্র।
এ ঘটনায় গ্রেফতারকৃত ওয়াহিদুজ্জামান তানভীরের দেওয়া তথ্যমতে তার বসতবাড়ির পাশের পুকুর পাড়ের বাঁশঝাড় থেকে দুটি অস্ত্র উদ্ধার করে। এসময় প্রাথমিকভাবে দুটি অস্ত্র তার নিজের বলে স্বীকার করেন তিনি।
এ ব্যপারে ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (গৌরিপুর সার্কেল) মো. সুমন মিয়া বলেন, "মিছিলে নেতৃত্ব দেওয়া ওয়াহিদুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে। অস্ত্র প্রদর্শণকারী শাহ্ আলমকে গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।"
ভারপ্রাপ্ত সম্পাদক: সাইফুল আলম তুহিন
ইমেইল: news@pratidinermymensingh.com
©সর্বস্বত্ব ২০১৬-২০২৪ | প্রতিদিনের ময়মনসিংহ