ময়মনসিংহ: জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসানের নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানানো হয়েছে।
সোমবার (২৫ ডিসেম্বর, ২০২৩) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সরিষাবাড়ী উপজেলার শিমলাপল্লী তাড়িয়াপাড়ায় এ ঘটনা ঘটে।
হামলা ও ভাঙচুরের ঘটনায় নৌকার সমর্থকরা জড়িত বলে দাবি করেছেন ঈগল প্রতীকের প্রার্থী মুরাদ হাসান।
তিনি বলেন, “সন্ধ্যায় আমার নির্বাচনী প্রচার কেন্দ্রে হামলা চালিয়ে ১০ কর্মীকে মারধর করেছে তারা। এর মধ্যে সাতজনকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।”
ঘটনাটি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে বলে জানান মুরাদ।
আহতরা হলেন- ফারুক হোসেন, রুকন মিয়া, মুন্না মিয়া, রুবেল মিয়া, আমজাদ হোসেন, রাজিব, আতিক, সাদ্দাম হোসেন ও দেলখোস মিয়াসহ ১০ জন।
এদিকে, স্বতন্ত্র প্রার্থী মুরাদ হাসানের অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছেন আওয়ামী লীগ প্রার্থী মাহবুবুর রহমান হেলাল।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনের কথা জানিয়েছেন সরিষাবাড়ী থানার ওসি মুশফিকুর রহমান।
জামালপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. শফিউর রহমান সাংবাদিকদের বলেন, হামলার খবর পেয়ে সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।