ময়মনসিংহ ০৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪

কুলিয়ারচরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

ছবি: প্রতিদিনের ময়মনসিংহ

ময়মনসিংহ: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় ভোটগ্রহণকারী কর্মকর্তা, প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর, ২০২৩ খ্রিঃ) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আবুল কালাম আজাদ ।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, পিপিএম(বার), জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আশরাফুল আলম।

উক্ত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার ফারজানা আলম। 

এতে অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন, নির্বাচন আচরণবিধি প্রতিপালন কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট ছামিউল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির, ভৈরব-কুলিয়ারচর এএসপি সার্কেল দেলোয়ার হোসেন খান, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) সারোয়ার জাহান, ভৈরব উপজেলা নির্বাচন অফিসার প্রলয় কুমার সাহা, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, কুলিয়ারচর উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ কামরুল হাসান।

প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তারা একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে করণীয় সম্পর্কে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন ।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ কামরুল হাসান জানান, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ (কুলিয়ারচর -ভৈরব) আসনের কুলিয়ারচর  উপজেলার ৫৬ টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ৬১ জন প্রিজাইডিং কর্মকর্তা, ৩৯০ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ৭৭৯ জন পোলিং কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 

উল্লেখ্য, কিশোরগঞ্জ-৬ (কুলিয়ারচর -ভৈরব) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৯ হাজার ৯১  জন। এতে কুলিয়ারচর উপজেলায় ভোটার ১ লাখ ৫৯ হাজার ৬৭৩ জন ও ভৈরব উপজেলায় ২ লাখ ৩৯ হাজার ৪১৮ জন ভোটার।

বিষয়:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪

কুলিয়ারচরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশের সময়: ১১:২৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

ময়মনসিংহ: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় ভোটগ্রহণকারী কর্মকর্তা, প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর, ২০২৩ খ্রিঃ) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আবুল কালাম আজাদ ।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, পিপিএম(বার), জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আশরাফুল আলম।

উক্ত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার ফারজানা আলম। 

এতে অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন, নির্বাচন আচরণবিধি প্রতিপালন কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট ছামিউল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির, ভৈরব-কুলিয়ারচর এএসপি সার্কেল দেলোয়ার হোসেন খান, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) সারোয়ার জাহান, ভৈরব উপজেলা নির্বাচন অফিসার প্রলয় কুমার সাহা, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, কুলিয়ারচর উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ কামরুল হাসান।

প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তারা একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে করণীয় সম্পর্কে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন ।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ কামরুল হাসান জানান, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ (কুলিয়ারচর -ভৈরব) আসনের কুলিয়ারচর  উপজেলার ৫৬ টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ৬১ জন প্রিজাইডিং কর্মকর্তা, ৩৯০ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ৭৭৯ জন পোলিং কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 

উল্লেখ্য, কিশোরগঞ্জ-৬ (কুলিয়ারচর -ভৈরব) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৯ হাজার ৯১  জন। এতে কুলিয়ারচর উপজেলায় ভোটার ১ লাখ ৫৯ হাজার ৬৭৩ জন ও ভৈরব উপজেলায় ২ লাখ ৩৯ হাজার ৪১৮ জন ভোটার।